ধর্ষিত হলো ৬ বছরের মেয়ে, সইতে না পেরে মারা গেলেন বাবাও
প্রকাশ | ১০ মার্চ ২০২৫, ১৮:৩৫ | আপডেট: ১০ মার্চ ২০২৫, ১৮:৫৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে খাবার দেয়ার প্রলোভন দেখিয়ে ৬বছরের এক শিশুকে ধর্ষণের একদিন পর কষ্ট সইতে না পেরে শিশুটির বাবা মারা গেছেন।
সোমবার (১০ মার্চ) শিশুটির বাবা দুলাল মিয়া মৃত্যুবরণ করেন।এদিকে ধর্ষণের ঘটনায় এপর্যন্ত ২ কিশোরকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হল- উপজেলা সদরের দক্ষিণ যাত্রাপাশার বনমুথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া (১৭) এবং একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (১৫)।
রোববার (৯মার্চ) বিকালে বানিয়াচং সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ যাত্রাপাশা গ্রামে ওই শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে।
সোমবার দুপুরে ভিকটিমের নানি মিনারা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৯(৩) ধারায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটিকে ১০টাকার একটি নোট হাতে দিয়ে তাকে টানা হেচড়া করে পাশ্ববর্তী বার্নিতলা ডালীগাছ নামক জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে দুই কিশোর। এসময় শিশুটি জোরে চিৎকার করতে লাগলে আশপাশের লোকজন এসে শিশুটিকে জঙ্গল থেকে আহত অবস্থায় উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে যান।
শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় নিয়মিত ধর্ষনের মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি সঠিক তদন্তের জন্য পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রহিম দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এদিকে ধর্ষনের একদিন অতিবাহিত হতে না হতেই ধর্ষিত শিশুটির অসুস্থ পিতা দুলাল মিয়া নিজ বাড়ীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সংবাদে দুলাল মিয়াকে এক নজর দেখার জন্য শত শত মানুষ ভীড় জমাচ্ছে। অনেকের ধারণা ধর্ষিত মেয়ের এ অবস্থা দেখে অসুস্থ পিতা দুলাল মিয়া মানসিকভাবে ভেঙ্গে পড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে দুলাল মিয়ার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন গভীর শোক প্রকাশ করে জানান ধর্ষিত শিশুটির যাবতীয় চিকিৎসা ব্যয় এবং মামলা সংক্রান্ত সকল বিষয়ে সহযোগিতার আশ্বাসও প্রদান করেছেন তিনি।
যাযাদি/ এমএস