ইন্দুরকানীতে জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০৯:১৮

পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী -০৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, ১০ মার্চ সোমবার বিকাল তিনটায় উপজেলা প্রশাসনিক হল রুম জিয়ানগরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী -০৪ নং ইন্দুরকানি সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ খায়রুল বাশার এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর -০১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী, যুব বিভাগ ৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়নের সেক্রেটারি জনাব, আহাদুজ্জামান নাঈম এর সঞ্চালনায়,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জনাব,অধ্যক্ষ মোঃ জহিরুল হক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমীর, জনাব, মাওঃ আলী হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা সেক্রেটারি, জনাব মোঃ তৌহিদুর রহমান রাতুল,সহ আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি, জনাব,ডা.আঃ হাই,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সাবেক আমীর, হাফেজ মাওলানা আলতাফ হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ সদর ইউনিয়নের সভাপতি, জনাব মোঃ ফিরদৌস।
এসময় আরো উপস্থিত ছিলেন,সদর ইউনিয়ন জামায়াতে ইসলামের সর্বস্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দোয়াও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ডা. আব্দুল হাই,পরে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
যাযাদি/ এস