কালিহাতীতে বাবুল হত্যা মামলার ৩ আসামী ২ দিনের রিমান্ডে

প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ১৬:৫৮

কালিহাতী (টাঙ্গাইল)  প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়ান গ্রামের মাটি ব্যবসায়ী বাবুল হত্যা মামলায় গ্রেপ্তারকৃত এসএম হারুন (৪০),জহিরুল ইসলাম গোলাপ (৫০) আসাদুজ্জামান (৩৮)এর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করছেন আদালত।

রোববার রাতে কালিহতী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে  গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। 

তারা হলেন,সখিপুর উপজেলার কালিয়ান দোপাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের (বাকী মিয়া)ছেল এসএম হারুন (৪০),কালিয়ান নয়াপাড়ার মোঃ শামসুল আলমের ছেলে জহিরুল ইসলাম গোলাপ (৫০),-কালিয়ান দক্ষিনপাড়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আসাদুজ্জামানকে (৩৮)।

 সোমবার( ১০মার্চ)  সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুইয়া জানান,আসামীদের রিমান্ডে জিঞ্জাসাবাদ চলেছে।জিঞ্জাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

যাযাদি/ এমএস