কাহারোলে চালককে অজ্ঞান করে অটো নিয়ে চম্পট

প্রকাশ | ১৩ মার্চ ২০২৫, ১৭:২৬

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের কাহারোলে অটো ড্রাইভারকে চেতনানাশক ঔষধ খাইয়ে অটো চার্জার নিয়ে পালিয়ে গিয়েছে । ঘটনাটি ঘটেছে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (১৩মাার্চ ) উপজেলার ৪নং তারগাঁও ইউনিয়নের বড় বামন দেওড়া গ্রামের মৃত- জগেন রায়ের ছেলে অটো চালক সরেশ চন্দ্র রায় ২জন যাত্রী নিয়ে কাহারোল হাসপাতালের দিকে রওনা দিলে পথিমধ্যে যাত্রীগণ ড্রাইভারকে  কৌশল করে তরল জুশ খাওয়ায় এবং হাসপাতালের মাঠ প্রাঙ্গনে এসে একটি কেক খায়।

 কেক খাওয়ার কিছুক্ষণ পর সে অচেতন হয়ে গেলে যাত্রীগণ অটোচালক সরেশকে অচেতন অবস্থায় হাসপাতালের মাঠ প্রাঙ্গনে বসিয়ে রেখে অটোচার্জার নিয়ে পালিয়ে যায়। এই খবর শুনতে পেয়ে দিনাজপুর- ১  আসনে বিএনপি থেকে দলীয়ভাবে মনোনয়ন প্রত্যাশি মোঃ মামুনুর রশিদ চৌধুরি ছুটে যান সরেশকে দেখতে হাসপাতালে । 

এই রির্পোট লেখা পর্যন্ত অটো চালক অচেতন অবস্থায় রহিয়াছে। বর্তমানে সে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

যাযাদি/ এমএস