দৌলতপুরে সেনা অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশ | ১৩ মার্চ ২০২৫, ১৭:২৯

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়ার দৌলতপুরে  সেনা অভিযানে পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকা সংলগ্ন পচাভিটা গ্রামের জনৈক জামাল উদ্দিনের বাড়ির ছাদ থেকে আগ্নেয়াস্ত্রটি  উদ্ধার করা হয়।

সেনা ক্যাম্প কুষ্টিয়া জানায়, বাংলাদেশ সেনা বাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকার পচাভিটা গ্রামের জামাল উদ্দিন নামে সন্দেহভাজন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়ির ছাদ থেকে পরিত্যাক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্রটি দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনা ক্যাম্প জানিয়েছে ।

যাযাদি/ এম