তালতলীতে দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবি
প্রকাশ | ১৪ মার্চ ২০২৫, ১৫:৪২

‘আমাদের নদ-নদীগুলো আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে ধারণা করে বরগুনার তালতলীতে প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।এতে মানববন্ধনে দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবি জানান স্থানীয়রা।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে উপজেলা শহরের মাছবাজার জেটিঘাটের পায়রা নদীর তীরে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পায়রা নদীর সাথে সংযুক্ত প্রবহমান খাল ও সুইচগেটগুলো অবৈধ স্থাপনা তৈরে করে দখল-দূষণ করায় ধীরে ধীরে এসব খাল যৌবন হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। এ উপজেলায় নির্মিত ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ধোঁয়া গরম পানি, প্লাস্টিক, বর্জ্য পায়রা নদীতে ফেলানোর কারণে নদী দূষণ বৃদ্ধি পেয়েছে। এতে নদীগুলোর অস্তিত্ব সংকটে পড়ছে। উপক‚লীয় নদী গুলোর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। যা কৃষি ও সুপেয় পানির সংকট বাড়াচ্ছে এবং নদীগুলোতে লবণাক্ততা বাড়ছে। দ্বিতীয় সুন্দরবন খ্যাত টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস হচ্ছে। এ সময় বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সবাইকে নদ-নদীকে দখল-দূষণমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের আহবায়ক আমিনুল ইসলাম আমির, ধরিত্রী রক্ষায় আমরা ধরা'র (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান,সাংবাদিক হাইরাইজ মাঝি,এম মিলন ও মো.মোস্তাফিজ প্রমুখ।
যাযাদি/ এসএম