মিরপুরে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা 

প্রকাশ | ১৪ মার্চ ২০২৫, ১৫:৪৯

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়ার মিরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় দিবস দুটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযুষ কুমার সাহা, মিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আশরাফুজ্জামান শাহীন, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবজাল হোসেন, মিরপুর থানার তদন্ত অফিসার আব্দুল আজিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম, মমতাজ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তামান্নাজ খন্দকার, উপজেলা নির্বাচন অফিসার সাঈফ আহমেদ নাসিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম