চরভদ্রাসনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 

প্রকাশ | ১৫ মার্চ ২০২৫, ১৪:৩৫

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ শুরু হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। এ সময় তার সাথে ছিলেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রজিউল্লাহ খান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এ বছর মোট ৯৭ টি কেন্দ্রে ১৯৪ জন স্বেচ্ছাসেবী ও ৫০ জন সুপারভাইজার এক থেকে পাঁচ বছরের মোট দশ হাজার পাঁচশত শিশুকে লাল এবং ছয় থেকে এগারো মাস উনত্রিশ দিন বয়সী এক হাজার পাঁচশত শিশুকে নীল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপ্সুল খাওয়ানোর লক্ষে কাজ করছেন।

যাযাদি/ এসএম