বিরামপুরে ১৬ লক্ষাধিক টাকার মাদকসহ চোরাকারবারি আটক

প্রকাশ | ১৫ মার্চ ২০২৫, ১৬:০০

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি
প্রতীকি ছবি

দিনাজপুরের বিরামপুরে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ফুলবাড়ি,  ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ১৬ লক্ষা়ধিক টাকার মাদকসহ এক চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (১৫ মার্চ ) চৌঠা সীমান্ত ফাঁড়ির হাবিলদার শহিদুল ইসলাম জানান, শনিবার সকার ৯টার সময় তাঁর নেতৃত্বে টহল সৈনিকসহ সীমান্তের মেইন পিলার ২৯৬/২ এস সাব পিলার থেকে ৭'শ গজ বাংলাদেশ অভ্যন্তরের চৌঠা লিচু বাগানের মধ্য ভারতীয় নিষিদ্ধ ১০ হাজার ৮" শ ৭০ পিচ নেশার জাতীয় ইনজেকশন, ৫ বোতল ফেন্সিডিল ও ১ কেজি জিরাসহ উপজেলা বাকুন্দা গ্রামের মৃত: ছলিম উদ্দিনের ছেলে নূর আলম শাহীন(৩৫) কে আটক করে।

আটককৃত মালামালের সিজার মূল্য ১৬ লক্ষ ৩৩ হাজার ৫'শ টাকা। এ বিষয়ে বিরামপুর থানায় চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছর বলে তিনি জানিয়েছেন।

যাযাদি/ এমএস