মুক্তাগাছায় ১৬টি হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা
প্রকাশ | ১৬ মার্চ ২০২৫, ১৫:০৩

দেশের ৮টি জেলার হারিয়ে যাওয়া ১৬ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নে প্রকৃত মালিকদের তাদের হারিয়ে যাওয়া ফোন ফেরত দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ফোনের মালিকরা।
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায় (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া বা ছিনতাই হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিক কর্তৃক জিডির মূলে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, সাইবার ক্রাইম সেল কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ ও ম্যাসেঞ্জার গ্রæপ, ই-মেইল, হোয়াটসঅ্যাপ গ্রæপসহ অন্যান্য মাধ্যমে ভিকটিম কর্তৃক প্রেরণকৃত মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) মূলে অভিযান পরিচালনা করে ৩,৬৩,৭৪১টাকা মূল্যের মোবাইল ফোন ও প্রতারনার ২০,১৬০ টাকা উদ্ধার করেন। পরে তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।
এতে আরও জানানো হয় নগদ ও বিকাশ একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া টাকা উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা হয়।
এ সময় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ইনচার্জ, সাইবার ক্রাইম শাখা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) (প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে বিকিউএম), এসআই (নিরস্ত্র) অপারেশন ও ইন্টেলিজেন্স শাখা এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই (নিরস্ত্র)সহ প্রমুখগণ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এমএস