হিলি কাস্টমসে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি টাকা
প্রকাশ | ১৭ মার্চ ২০২৫, ১৪:০৯

চলতি ২০২৪-২৫ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর বেঁধে দেওয়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি দিনাজপুরের হাকিমপুরের হিলি কাস্টমস। চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা। এই বন্দর দিয়ে যেসব ভারতীয় পণ্য আমদানি হচ্ছে তার অধিকাংশ শুল্কমুক্ত। যদি শল্কয়ন যুক্ত পণ্য আমদানি হয় তাহলে আগামী দিনে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে।
সোমবার (১৭ মার্চ) বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম।
তিনি জানান, চলতি অর্থ বছরের গত ৬ মাসে (জুলাই থেকে ডিসেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৩৬২ কোটি ৬৯ লাখ টাকা। রাজস্ব আদায় হয়েছে ৩১৮ কোটি ৭৬ লাখ টাকা। এই ৬ মাসে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা।
তিনি আরও জানান, আমদানি কম হবার কারণে ও শূন্য ডিউটি বেশি থাকার কারণে টার্গেট ফিলাপ হয়নি। এই স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি করা হচ্ছে, জিরা, কিশমিশ সহ বিভিন্ন শুল্কয়ন যুক্ত পণ্য আমদানি হয় তাহলে আগামী দিনে বাঁকি রাজস্বের ঘাটতি পূরণ হবে।
এদিকে হিলি বন্দরের আমদানিকারকরা বলছেন, ডলার সংকট অন্যদিকে ব্যাংকের অ-সহোযোগীতা। এছাড়াও বন্দরের রাস্তাঘাটের বেহাল দশার কারণে অনেক ব্যবসায়ী এবন্দর ছেড়েছেন। এই বন্দর দিয়ে যেসব পণ্য আসে তার অধিকাংশই শুল্কমুক্ত। যদি শুল্কায়ন যুক্ত পণ্য ফল ও জিরা আমদানি হয়, তাহলে রাজস্ব অর্জনের পাশাপাশ লক্ষমাত্রাও ছাড়িয়ে যাবে।
যাযাদি/ এসএম