শায়েস্তাগঞ্জ থেকে অপহৃত শিশু বানিয়াচংয়ে উদ্ধার, আটক ৩

প্রকাশ | ১৭ মার্চ ২০২৫, ১৪:৫৭

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শায়েস্তাগঞ্জ থেকে অপহৃত নাহিদুল ইসলাম (৮) কে উদ্ধার করেছে যৌথবাহিনী। সেই সাথে ওই চক্রের ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শহরের নাতিরাবাদ এলাকার ও বর্তমানে শায়েস্তাগঞ্জ রেল কলোনীতে বসবাসরত মৃত আব্দুল মালেকের পুত্র সিএনজি চালক লিটন মিয়া বাদি হয়ে রোববার (১৬মার্চ) দুপুরে সদর থানায় মামলা করেন।

এর আগে গত রাত ৯টার দিকে যৌথবাহিনীর একটি দল উত্তর সাঙ্গর গ্রামে সাড়াশি অভিযান চালিয়ে লিটনের ছেলে রেলকলোনী স্কুলের ১ম শ্রেণির নাহিদকে উদ্ধার করে। আটকরা হল, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সজল মিয়া (২৮), ফিরোজ মিয়ার পুত্র মোহাম্মদ লাদেন (২৪) ও তার ভাই মোহাম্মদ শাহ আলম (২২)। 

সদর থানার ওসি আলমগীর কবির জানান, শনিবার রাতে শিশু নাহিদুল ইসলামকে শায়েস্তাগঞ্জ থেকে তার নানা ফিরোজ আলী অপহরণ করে। তারা মুক্তিপণ বাবদ শিশুটির বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করে।

বিকেলে এ ঘটনায় তার মা-বাবা সেনাক্যাম্পে অভিযোগ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ তৎপরতা চালিয়ে শিশুটির অবস্থান নিশ্চিত করে। রাত পৌনে ৯টায় যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী তিনজনকে আটক করা হয়। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক তিন অপহরণকারীকে কারাগারে প্রেরণ করা হয়। আসামিরা জানায়, লিটনের কাছে তাদের ৫০ হাজার টাকা পাওনা ছিলো। টাকা না দেয়ায় শিশুকে জিম্মি করে টাকা আদায় করতে চেয়েছিলো।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি বলেন, আলমগীর কবির জানান, রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।


যাযাদি/ এমএস