ডামুড্যায় নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশ | ১৭ মার্চ ২০২৫, ১৫:১২

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের ডামুড্যায় নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হই দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর, নারীর প্রতি যৌন নিপীড়র বন্ধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার সময় সর্বস্তরের নারী সমাজের উদ্যোগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন বক্তরা বলেন, প্রধান উপদেষ্টা নিকট আমাদের আবেদন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর, নারীর প্রতি যৌন নিপীড়র বন্ধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

যাযাদি/ এসএম