মির্জাগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটির ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশ | ১৭ মার্চ ২০২৫, ১৭:৩২

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী (শুকনো খাবার) বিতরণ করা হয়েছে।


সোমবার (১৭মার্চ) বিকাল ৪টায় উপজেলার ছৈলাবুনিয়া এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।


বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক ও পটুয়াখালী ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের যুব প্রধান মোঃ জুবায়েদ হোসেন নাসিম, মির্জাগঞ্জ ইউনিটের দলনেতা মোঃ রাব্বি মল্লিক,দলনেতা-১ অর্জুন ঋষি, দলনেতা-২ মোঃ জাহিদ হাসান, সদস্য অলি উল্লাহ,মোঃ মিজানুর রহমান, মোঃ নেছার উদ্দিন রিপন,নাহিদুল ইসলাম শাহজালাল, বিপ্লব কর্মকার ও ফাহাদ সহ রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। 


রেডক্রিসেন্ট সোসাইটির মির্জাগঞ্জ ইউনিটের দলনেতা মোঃ রাব্বি মল্লিক জানান, মির্জাগঞ্জ উপজেলায় ২০০ জন হতদরিদ্র নারী - পুরুষকে এই ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। এই ইফতার সামগ্রীর একেকটি বক্সে খেজুর, চিনি, সয়াবিন তৈল, লবন, মুড়ি, ছোলাবুট, বেসন, সেমাই ও সুজিসহ প্রায় দশ কেজি শুকনো খাবার দেয়া হয়েছে।

যাযাদি/ এমএস