যায়যায়দিন’র ডিক্লারেশন বন্ধের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রকাশ | ১৯ মার্চ ২০২৫, ১৩:৫২

কচুয়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কচুয়া উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি সূর্য্য চক্রবর্তী’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ তুহিন খান।
এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সহ- সভাপতি মোঃ সাইফুল ইসলাম,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির, কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম তারেক,দৈনিক প্রতিদিনের কথার প্রতিনিধি সিকদার ছাইদুল ইসলাম,দৈনিক মানবকন্ঠের কচুয়া প্রতিনিধি শেখ রাকিবুল হাচান,দৈনিক দেশ সংযোগের কচুয়া প্রতিনিধি খান সুমন,দৈনিক গণ কথার কচুয়া প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম হাদী,দৈনিক নয়া দিগন্তের বাগেরহাট প্রতিনিধি তারিকুজ্জামান মোল্লা,দৈনিক সংবাদ চিত্রের বাগেরহাট প্রতিনিধি রাছেল শেখ,দৈনিক নয়া দিগন্তের কচুয়া প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম,দৈনিক যুগের কন্ঠেস্বরের বাগেরহাট প্রতিনিধি মোঃ মুন্না,সাংবাদিক মোঃ শাহিন,সাংবাদিক মোঃ রাকিবুল ইসলাম প্রমূখ।
এদিন বক্তারা বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকা ডিক্লারেশন প্রত্যাহারের জন্য প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টাসহ আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে একই দাবিতে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
পরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ কাছে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রধান কার্যালয় দখল ও ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার স্মারকলিপি গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বস দেন। এদিন কচুয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে উত্থাপিত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
যাযাদি/ এসএম