লাকসামে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
প্রকাশ | ১৯ মার্চ ২০২৫, ১৪:২৪

লাকসামে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ (মঙ্গলবার) লাকসামের স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি মুহাম্মদ সহিদ উল্ল্যাহর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট বদিউল আলম সুজন।
এতে অন্যানদের মধ্যে পৌরসভা জামায়তে ইসলামীর সহকারী সেক্রেটারি নুরে আলম, লাকসাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি একে এম শাহ আলম, ইসলামী ব্যাংকের এভিপি মো. সানাউল্লাহ, ব্যবসায়ী খোরশেদ আলম তুহিন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাংবাদিক মজিবুর রহমান দুলাল, আরিফুর রহমান স্বপন, কামাল উদ্দিন, মিজানুর রশিদ, ফারুক আল শারাহ, জাফর আহমেদ, আব্দুর রহিমসহ লাকসামে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম