দাউদকান্দিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
প্রকাশ | ১৯ মার্চ ২০২৫, ১৫:১৩

দাউদকান্দিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ১জনকে গ্রেফতার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার বখাটে সুমন ভুক্তভোগী ১০ বছরের শিশুকে টাকার লোভ দেখিয়ে উপজেলার গৌরীপুর বাজার সংলগ্ন বঙ্গ মার্কেটে জহিরের মালিকানাধীন দোকানের গোডাউনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে সুমন পালাতে সক্ষম হন।
স্থানীয়রা বিষয়টি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযুক্তকে গৌরীপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
যাযাদি/ এসএম