নালিতাবাড়ীতে ব্রাকের কর্মশালা

প্রকাশ | ১৯ মার্চ ২০২৫, ২০:০৩

নালিতাবাড়ী  (শেরপুর)  প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শেরপুরের নালিতাবাড়ীতে  ব্রাকের  উদ্দোগে  সামাজিক ক্ষমতায়ন  ও  আইনি  সুরক্ষা  কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে ।

মঙ্গলবার (১৮মার্চ)  দুপুরে  ব্রাকের  কার্যালয়ে  সামাজিক ক্ষমতায়ণ  ও  আইনি  সুরক্ষা  কর্মসূচীর আয়োজনে  দেনমোহর  ভরণ  পোষন  নগদ অর্থ  প্রাপ্ত  অংশীদারদের  নিয়ে  আর্থিক ব্যবস্থাপনা  কর্মশালা  অনুষ্ঠিত  হয় । 


নালিতাবাড়ীর  ব্রাকের  এসোসিয়েট  অফিসার মনোতোষ  কুমার  পাল  ওয়ার্কশপটি  পরিচালনা  করেন ।  ওয়ার্কশপটি  পর্যবেক্ষণ করেন  ব্রাকের  প্রধান  কার্যালয়ের  ব্রাক সামাজিক  ক্ষমতায়ন  ও  আইনি  সুরক্ষা কর্মসূচীর  প্রোগ্রাম  কো-অর্ডিনেটর (অপারেশন)  পলাশ  কুমার  ঘোষ ।


ওয়ার্কশপের  মাধ্যমে  অংশগ্রহণকারীরা দেনমোহর  ভরণ  পোষণ  বাবদ  প্রাপ্ত  টাকা ব্যবস্থাপনার  ঝুঁকি  চিহ্নিত  করতে  পেরেছে । নারীর  আয়বৃদ্ধিমূলক  কাজ  বা  বিনিয়োগের সাথে  যুক্ত  হওয়া  গুরুত্ব  ও  উপায়  খুঁজে  বের করতে  পেরেছে ।  যা  ঘটে  গেছে  তা  নিয়ে ভেঙ্গে  না  পড়ে  মনোবল  বৃদ্ধিতে  উৎসাহী হয়েছে ।  


 অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  সামাজিক  ক্ষমতায়ন  ও  আইনি  সুরক্ষা প্রকল্পের  শেরপুর  জেলা  ব্যবস্থাপক  বিদ্যুৎ কুমার  নন্দী  ,  ডেপুটি  ম্যানেজার  সেলিম রেজা প্রমূখ  ।


যাযাদি/ এমএস