পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক

প্রকাশ | ২০ মার্চ ২০২৫, ১২:১১

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফাইল ছবি

ফেনী পরশুরাম সীমান্ত থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ মার্চ) রাতে পরশুরামের বাউরপাথর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পরশুরাম বিওপির টহল দল সীমান্ত পিলার ২১৬২/৫ এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউরপাথর এলাকা থেকে উয়াচু ইউজুুচুকু কালিসতুস(২৭) এক নাইজেরিয়ান নাগরিককে আটক করে। তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলেন। তাকে তল্লাশি করে একটি লাগেজ, এইচপি মডেলের ল্যাপটপ, তিনটি মোবাইল ও ৩০ ডলার জব্দ করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি বাংলাদেশি নাগরিকের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। আটক নাইজেরিয়ান নাগরিককে জব্দকৃত মালামালসহ পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ফেনী বিজিবির পরিচালক (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এর আগেও আমরা ফেনী সীমান্ত থেকে একজন নাইজেরিয়ার নাগরিককে আটক করেছিলাম। গতকাল আরও একজনকে আটক করেছি। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

যাযাদি/ এসএম