কালিয়াকৈরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ
প্রকাশ | ২০ মার্চ ২০২৫, ১৪:৫১ | আপডেট: ২০ মার্চ ২০২৫, ১৪:৫২

গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বৃহস্পতিবার বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করেন। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থ সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে একশত দুইজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে একশত দুটি বকনা ও স্যার বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারি প্রাণিসম্পদ অফিসার শাহজাহান আলী, উপজেলা সহকারী প্রাণিসম্পদ অফিসার মনসুর আহমেদ, প্রকল্পের ফুল ফ্যাসিলিটেটর উত্তম কুমার, উপকার ভোগীরাসহ অন্যান্যরা।
উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানান আমাদের কালিয়াকৈর উপজেলায় সর্বমোট ১,৪১৯ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে সকল নিবন্ধিত ব্যক্তি সহযোগিতা পাবেন।
যাযাদি/ এসএম