ভেদরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল  

প্রকাশ | ২০ মার্চ ২০২৫, ২১:১৪

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস ভেদরগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি কাউছার আহমাদের সভাপতিত্বে 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা সাব্বির আহমাদ ওসমানী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর ০৩ আসনের (ভেদেরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট) সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি খবির উদ্দিন আহমাদ,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত শরীয়তপুর ০২ (নড়িয়া, সখিপুর) সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, হাফেজ মোঃ দবির হোসেন শেখসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ভেদরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি সগির আহমাদ।

যাযাদি/ এম