যুগ্ম সচিব হলেন সদরপুরের সাবেক ইউএনও লোকমান হোসেন

প্রকাশ | ২১ মার্চ ২০২৫, ১৩:০২

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফরিদপুরের সদরপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার মো. লোকমান হোসেন এখন সরকারের যুগ্ন সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (২০ মার্চ)  ১৯২জন উপ সচিব কে যুগ্ম সচিব পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়। পূর্বে তিনি পরিচালক (উপসচিব) হিসাবে ঢাকাস্থ হজ্জ অফিসে কর্মরত ছিলেন।

সাবেক ইউএনও মোঃ লোকমান হোসেন প্রসঙ্গ, তখন দুই তের চৌদ্দ সাল। সদরপুরে শালিশের নামে যখন নৈরাজ্য ও গরীব মানুষ ন্যায্য বিচার থেকে বঞ্চিত হওয়া দেখে সে সময়ে সদরপুর উপজেলার ইউএনও মোঃ লোকমান হোসেন শুনানী শুরু করেন। 

বর্তমান উপজেলা প্রশাসন ও পরিষদ কমপ্লেক্স এর সামনের পুরানো ভবনের দ্বিতীয় তলায় ছিলো উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ। প্রায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতো সদরপুর উপজেলার প্রান্তিক পর্যায়ের শুনানী। গরীব অসহায়সহ বিচার বঞ্চিত মানুষেরা ন্যায্য বিচার পেতে ছুটে আসতেন এ কর্মকর্তার নিকট। তখন থেকেই তিনি গরীবের ইউএনও হিসাবে পরিচিত লাভ করেন। তিনি সদরপুর উপজেলার প্রমত্তা পদ্মা-আড়িয়াল খাঁ নদ নদী থেকে অবাধে বালু উত্তোলন বা নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরন সবকিছুর বিরুদ্ধে চালাতেন অভিযান। 

সরকারি পৃষ্টপোষকতায় তার উন্নয়নে সদরপুরের সবচেয়ে বড় উল্লেখযোগ্য দূশ্যমানে রয়েছে দরপুর স্টেডিয়াম মাঠ দখল মুক্ত করে শিশু,যুবকদের খেলাধুলাসহ সরকারি বেসরকারি কাজে ব্যবহারের জন্য অবমুক্ত করা। এ ছাড়াও এলাকার রাস্তাঘাটসহ ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কাজ করে গেছেন। তার এ পদোন্নতির খবরে সদরপুরের বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।

যাযাদি/ এমএস