গোয়ালন্দে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
প্রকাশ | ২১ মার্চ ২০২৫, ১৩:৫০

রাজবাড়ীর গোয়ালন্দে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নুরমহান আক্তার নুরী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতাব্বর পাড়া ২নং জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরমহান আক্তার নুরী (১৮) বগুড়া জেলার শাজাহানপুর থানার খাদেম রাজবাড়ী গ্রামের আব্দুল বারিকের মেয়ে।
আহত মোটরসাইকেল চালক রাহুল (২০) রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের হানিফের ছেলে।
স্থানীয়রা জানান, গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতাব্বর পাড়া ২নং জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেলের পেছন থেকে সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১৪৮৮৬) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একজন নারী নিহত হন এবং ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।
আলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, সাকুরা পরিবহনটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।
যাযাদি/ এমএস