জীপুরে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নিরসনে সভা ও ইফতার মাহফিল

প্রকাশ | ২২ মার্চ ২০২৫, ১১:০০

গাজীপুর সদর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাজীপুর সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড গজারিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে ডাকাতি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নিরসন বিষয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার ( ২১ মার্চ) বিকালে আশার আলো বিদ্যানিকেতন মাঠে স্থানীয় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে ওই সভার আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক কফিল উদ্দিন জিহাদির সভাপতিত্বে এবং কাউলতিয়া সাংগঠনিক থানা ছাত্রদলের সাবেক আহব্বায়ক রনি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, ২২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লিটন, বিল্লাল হোসেন মাষ্টার প্রমুখ। এ সময় বিভিন্ন কলকারখানার শ্রমিক সহ এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

যাযাদি/ এসএম