বেতাগীতে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
প্রকাশ | ২২ মার্চ ২০২৫, ১৫:১০

বরগুনার বেতাগীতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত প্রচার পত্র বিতরণ করা হয়।
শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বেতাগী পৌরসভার সাবেক মো. শাহজাহান কবির'র নেতৃত্বে বেতাগী বাজারে এ প্রচারপত্র বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা এস এম নূরুল ইসলাম পান্না, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ফারুক, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম লাভলু, বিএনপি নেতা প্রভাষক মোঃ রফিকুল ইসলাম লোটন, বিএনপি নেতা মোঃ জলিল খন্দকার, বিএনপি নেতা মোঃ রিপন খান, ঢাকাস্থ বেতাগী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদদ মো. বাহাদুর গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান জুয়েল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আহসানুল কবির সোহেব ও যুবদল নেতা আরাফাত হোসেন নয়নসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
যাযাদি/ এসএম