গলাচিপায় জামায়াতের প্রার্থী অধ্যাপক শাহ আলম
প্রকাশ | ২২ মার্চ ২০২৫, ১৮:৫৪

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ গলাচিপা - দশমিনা নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত মোতাবেক, গলাচিপা - দশমিনা আসনের প্রার্থীর নাম ঘোষণা উপলক্ষে, গলাচিপা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলাম এর আয়োজনে শনিবার (২২মার্চ) বেলা ১১টায় আইডিয়াল স্কুল এন্ড কলেজ হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও জামায়াতে ইসলামের আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মনোনীত প্রার্থী ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির জৈষ্ঠ সদস্য, পটুয়াখালী জেলার জামায়াতে সাবেক আমির শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা আবুল হোসেন, বেলাল বিন সুলতান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সানাউল্লাহ শামীম, হাফিজুর রহমান ফোরকানসহ জামায়াতে ইসলামের উপজেলা ও পৌর কমিটির এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি এবং মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ শাহ আলম বলেন কোরআন হাদিসের আলোকে সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি সমাজ ব্যবস্থা কায়েম করা সহ এলাকার উন্নয়নে এবং সকল ধর্মের প্রতি সম মর্যাদা দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য গলাচিপা - দশমিনা নির্বাচিত এলাকার সকল জনসাধারণের জন্য দোয়া কামনা করেন এবং গন মাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান এবং প্রার্থী নিজেই দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করেন।
যাযাদি/ এমএস