মণিরামপুরে বিএনপি নেতা আরজান বহিস্কার

প্রকাশ | ২২ মার্চ ২০২৫, ২০:১১

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রতীকি ছবি

সনাতন ধর্মাবলম্বীসহ এলাকার বিভিন্ন শ্রেনিপেশার মানুষের উপর নির্যাতনসহ নানা অভিযোগে আরজান আলী নামে এক বিএনপি নেতাকে বহিস্কার করা হয়েছেন। তিনি যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

শনিবার (২১ মার্চ) উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা সুভাষ জানান, আরজানের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিল। দলীয় উর্দ্ধতন নেতৃবৃন্দ আরজানের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, দলীয় শৃংখলা পরিপন্থীর সুস্পষ্ট অভিযোগে আরজান আলীকে দলীয় পদ'সহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।

যাযাদি/ এমএস