নিকলীতে পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাঁধ পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

প্রকাশ | ২৩ মার্চ ২০২৫, ১২:৫৮

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের নিকলী উপজেলাটি একটি হাওর অধ্যুষিত উপজেলা। সে উপজেলাটি ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ৪টি ইউনিয়ন হাওরের মধ্যে অবস্থিত। 

উপজেলার শিংপুর ও ছাতিরচরে নদী রক্ষা বাঁধের প্রকল্পের উন্নয়ন কাজ গত শনিবার সমস্ত দিন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাত হোসেন, এসডি মোঃ আতিকুল গনি আকাশ, উপ-সহকারী প্রকৌশলী রুবেল মিয়া সহ গণমাধ্যম কর্মীরা পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে ছাতিরচরের নদী রক্ষা প্রকল্প বাঁধের প্রায় ৬০ ভাগ কাজ হয়েছে এবং শিংপুর ইউনিয়নের নদী রক্ষা বাঁধ প্রায় ৬৫ ভাগ সম্পন্ন হয়েছে। ছাতিরচরের শত শত গ্রামবাসী যায় যায় দিন কে বলেন, মূল ছাতিরচর গ্রামটির ৭৫ ভাগ আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ২৫ ভাগ গ্রামের মধ্যে ঘনবসতিপূর্ণ লোকজন বসবাস করে আসছে। এ গ্রামে কবি সাহিত্যিক, ইঞ্জিনিয়ারসহ অনেক শিক্ষিত লোক রয়েছে। 

তারা আরো বলেন, এ নদী রক্ষা বাঁধ প্রকল্পটির কাজ সম্পন্ন হলে নান্দনিক অবস্থায় পরিণত হবে। বর্ষাকালে গ্রামের সম্মুখ দিক দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে কর্শা দেখতে পর্যটকরা নৌকা দিয়ে এসে পিকনিক করেন। এ সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাত হোসেন যায় যায় দিন কে বলেন, এ প্রকল্প কাজ সম্পন্ন হলে ঘন বসতি গ্রামটি রক্ষা পাবে বলে উল্লেখ করেন। 

যাযাদি/ এসএম