বিনামূল্যের চালের লাইনে দাড়িয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ | ২৩ মার্চ ২০২৫, ১৫:৩২

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে চাল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে অসুস্থ হয়ে পড়ায় এছা উদ্দিন (৭০)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি  উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্ধ সাহাপাড়া গ্রামের মৃত সুরুভায়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (২৩মার্চ)  দুপুরে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সেখানে চাল নিতে যান এছা উদ্দিন।  

দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে থাকার একপর্যায়ে আকর্ষিক অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় উপস্থিত অন্যান্যরা মুমুর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এছা উদ্দীনকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসাপাতালে নিয়ে আসার আগেই উনার মৃত্যু হয়েছে।

যাযাদি/ এমএস