হিলিতে দুশ্চরিত্র প্যানেল চেয়ারম্যানের শাস্তির দাবি

প্রকাশ | ২৩ মার্চ ২০২৫, ১৬:২৬

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের হিলিতে নারীদের কুপ্রস্তাব দেয়া খট্রামাধবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপনের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এবিষয়ে থানায় অভিযোগও করেছে ভুক্তভোগীরা।

রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার মাধবপাড়া গ্রামে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও রাস্তা অবরোধ করে প্যানেল চেয়ারম্যান স্বপনের কুশপুত্তলিকা পোড়ানো হয়। 

পারভীন আক্তার, সুখি বেগমসহ কয়েকজন নারী বলেন, আমাদের  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপনের চরিত্র ভাল না। তিনি একজন জনপ্রতিনিধি, অথচ তার কাছে আমরা নারীরা নিরাপদ না।  এরআগে সে মেম্বার হওয়া থেকেই আমাদের দিকে কুদৃষ্টি এবং কুপ্রস্তাব দিতো।

তারা ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানকে অপসারণ সহ গ্রেফতার করে শাস্তির দাবি জানান। অন্যথায় হিলি-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধের হুশিয়ারি করেন। 

মাহফিজার রহমান রকি নামে এক ভুক্তভোগী নারীর স্বামী বলেন, প্যানেল চেয়ারম্যান স্বপন দীর্ঘদিন ধরে আমার স্ত্রীকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করতেন। সম্প্রতি সে আমার স্ত্রীকে ভোগ করতে আমাকে ভিজিএফ’র চাল দেয়াসহ বিভিন্ন প্রলোভন দেখায়। আমি তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার পোষ্য লোকজন দিয়ে আমাকে আক্রমন করে। এঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আমি তার শাস্তি চাই।

এবিষয়ে হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা জানান, থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী। বিষয়টি দেখা হচ্ছে।

যাযাদি/ এমএস