পীরগঞ্জে দুর্গা মন্দিরে ঢুকে রক্ষিত প্রতিমা ভাংচুর
প্রকাশ | ২৩ মার্চ ২০২৫, ১৬:২৮

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি দুর্গা মন্ডপে রক্ষিত প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা। শনিবার (২২মার্চ) দিবাগত রাতে উপজেলার মছলন্দপুর শ্রী শ্রী দুর্গা মন্ডপে এ ঘটনা ঘটে।
মন্দিরের সভাপতি বিমল জানান, রোববার সকালে মন্দির এলাকার লোকজন দেখতে পান মন্দিরে রক্ষিত কার্তিক ও লক্ষীর প্রতিমা ভাংচুর করে মাটিতে ফেলে রাখা হয়েছে এবং গনেশের প্রতিমায় নাকের কিছু অংশ ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। কারা এ কাজ করেছে তা তারা জানেন না। শনিবার রাতের যেকোন সময়ে দুস্কৃতিকারীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, প্রতিমা গুলো রড় সিমেন্ট দিয়ে বানানো হয়েছিল। এগুলো ভাঙ্গা সহজ ছিল না। ইচ্ছা করেই ভাঙ্গা হয়েছে।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ঐ মন্দিরে প্রতিমা সুরক্ষার কোন ব্যবস্থা ছিল না। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এ বিষয়ে অনুসন্ধান চলছে।
যাযাদি/ এমএস