দিনাজপুরের মতবিনিময় সভা

প্রকাশ | ২৩ মার্চ ২০২৫, ১৬:৪৫

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

 আমার বাংলাদেশ যুব পার্টির (এবি যুব পার্টি) আহবায়ক জনাব শাহাদাতুল্লাহ টুটুল নবাবগঞ্জ উপজেলা সাংবাদিক বৃন্দের সাথে ২২মাচর্ শনিবার এক মত বিনিময় সভায় মিলিত হন।

তিনি তার বক্তবে্য এবি পার্টি গঠনের প্রেক্ষাপট এবং কিভাবে বাংলাদেশ কে একটি কল্যান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে কথা বলেন। গত জুলাই আগষ্টে যারা সৈরাচারী কায়দায় নারকীয় হত্যাকান্ড চালিয়েছিল তাদের বিচার না-হওয়া পযšত  বাংলাদেশে কোন নির্বাচন জনগন মেনে নেবেনা। আহতদের রক্তের দাগ এখনও শুকায়নি এরই মধ্যে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। শাহাদাতুল্লাহ টুটুল বলেন, চব্বিশের বিপ্লব প্রমাণ করেছে যুব সমাজ জেগে উঠলে প্রবল ক্ষমতাধর শক্তিও পালিয়ে যেতে বাধ্য হয়। 

প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার মূল কারন পরিবারতান্ত্রিক রাজনীতি। পিতার পর কন্যা, স্বামীর পর স্ত্রী, বা মায়ের পরে সšতান। এখান থেকে বেরিয়ে এসে যোগ্যতা ভিত্তিতে মানুষের অধিকার নিয়ে রাজনীতির সূচনা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। তিনি সাংবাদিক দের সঠিক তথ্য জনগনের মধ্য তুলে ধরার আহবান জানান।

জেলা যুব পার্টির সিনিয়র যুগ্ন আহবাহক সাইদুর রহমান সুমন এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আহবাহক জনাব অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান চৌধুরী পলাশ, জেলা সাংগঠনিক সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা আহবায়ক জনাব আনোয়ার হোসেন জেলা যুব পার্টির আহবাহক আমানুল্লাহ সরকার রাসেল সদস্য সচিব হাদিসুর রহমান, জেলা ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু রায়হান, যুব পার্টি নবাবগঞ্জ উপজেলা আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব বেলাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

যাযাদি/ এমএস