কচুয়া এপির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান
প্রকাশ | ২৪ মার্চ ২০২৫, ১০:৫১

কচুয়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (এপির) পক্ষ থেকে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। রোববার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে কচুয়া এপির আয়োজনে হতদরিদ্র পরিবার উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে প্রতিজনকে বিকাশ একাউন্ট এর মাধ্যমে নগদ ১৮ হাজার ৩ শত ৩৩ টাকা করে আয় বৃদ্ধি মূলক উপকরণ গরু ও ছাগল ক্রয়ের জন্য প্রদান করা হয়।
এদিন কচুয়া ও মঘিয়া ইউনিয়ন এর নির্বাচিত পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হয় পরবর্তীতে গোপালপুর ও রাড়িপাড়া ইউনিয়নের নির্বাচিত উপকারভোগীদের এ সহায়তা দেওয়া হবে।
এ সময় এপি ম্যানেজার এলিস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম আবু নাওশাদ, বিশেষ অতিথি ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী।
এছাড়াও কচুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন অফিসার,কচুয়া এপির প্রোগ্রাম অফিসার, সরকারি দপ্তরের কর্মকর্তা সহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম