ছেলের কোপে বাবার মৃত্যু, পালানোর সময় ছেলের মৃত্যু
প্রকাশ | ২৪ মার্চ ২০২৫, ১১:০৬

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ছেলের কোপে বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় পালানোর সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় হত্যাকারী ছেলেরও।
রোববার (২৩ মার্চ) ইফতারের পর উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. মকবুল হোসেন মোল্লা (৫৫) এবং তার ছেলে রুবেল মোল্লা (৩২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইফতারের পর মকবুল হোসেন মোল্লা ও তার ছেলে রুবেল মোল্লার মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের লোকজন দ্রুত মকবুল হোসেনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর রুবেল মোল্লার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর স্থানীয়রা বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, "পারিবারিক কলহের জেরে ছেলেটি তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। এরপর পালানোর সময় মাঠে পড়ে তার মৃত্যু হয়। ছেলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে হার্ট স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকে মারা যেতে পারে।
যাযাদি/ এসএম