দেলদুয়ারে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ | ২৪ মার্চ ২০২৫, ১২:৪৩

টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলদুয়ার উপজেলা শাখার উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দেলদুয়ার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলদুয়ার উপজেলা শাখার আমীর আল মোমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এমপি প্রার্থীর ছেলে ব্যারিস্টার হাসনাত জামিল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান চানখা,সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম