বোরহানউদ্দিনে হিফজুল কোরআন প্রতিযোগিতা উদ্বোধন

প্রকাশ | ২৪ মার্চ ২০২৫, ১৯:১২

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ভোলার বোরহানউদ্দিনে হিফজুল কোরআন প্রতিযোগিতা উদ্বাধন ও প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র উদ্যোগে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পৃষ্ঠপেষকতায় সোমবার বিএনপি কার্যালয়ের মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভোলা-২(বোরহানউদ্দিন- দৌলতখান)আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন।

উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য আল এমরান খোকন, সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মো.আজম,যুগ্ম আহবায়ক শহিদুল আলম নাছিম কাজী, লিটন চৌধুরী,যুবদলের আহবায়ক শিহাবউদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খান প্রমুখ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, ভোলা হাফেজ কমিটির সভাপতি হাফেজ মাও. ইসমাইল, ভোলা হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি মাও. আ. রাজ্জাক ও মানযিলুল কোরআন মাদ্রাসার পরিচালক মাও. মো. সানাউল্লাহ।

এ সময় উপজেলা ছাত্র দলের সভাপতি দানিশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল ,সাধারন সম্পাদক হাসবুর রহমান ফাহিম সহ ওলামায়ে কেরাম, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় যথাক্রমে, ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে ১০৭ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এ পর্যায়ে নির্বাচিত ৩০ জন থেকে ১০ জনকে মঙ্গলবার নির্বাচন করা হবে। ২৬ তারিখে ওই ১০ জন চুড়ান্ত পর্বে অংশ নিবে।

যাযাদি/ এম