মনোহরগঞ্জে চ্ছোসেবক দলের উদ্যোগে ইফতার

প্রকাশ | ২৪ মার্চ ২০২৫, ২০:৪৭

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার মনোহরগঞ্জে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) মনোহরগঞ্জ উত্তর বাজার মডেল একাডেমি সংলগ্ন মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক বাহারুল আলম মজুমদারের সভাপতিত্বে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন কুমিল্লা (দঃ) জেলা বিএনপি সদস্য ও  উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহ সুলতান খোকন, এই সময় তিনি দলকে সু-সংগঠিত রাখতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান এবং সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন।

 বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এসএম মনছুর আলম, আবদুল মুনাফ, বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, যুগ্ন আহ্বায়ক মোঃ কামাল হোসেন, হুমায়ন রশিদ লিপু, কামরুল হাসান মিঠু, আবদুর রহিম মিলন, মোঃ সবুজ, মৈশাতুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহŸবায়ক মইনুল ইসলাম সুমন, সদস্য সচিব মোরশেদ আলম মানিক, উপজেলা যুবদল আহ্বায়ক রহমত উল্যা জিকু, সদস্য সচিব আমান উল্যা চৌধুরী, যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, বাহারুল আলম বাবর, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মোহাম্মদ মমিন খান,

হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি আনোয়ার হোসেন রুবেল, উপজেলা ছাত্রদল আহŸবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী, সহ বিএনপি অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোতাহের হোসেন।

যাযাদি/ এমএস