গোবিন্দগঞ্জে গণহত্যা দিবস পালিত 

প্রকাশ | ২৫ মার্চ ২০২৫, ১৪:৫৮

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে গনহত্যা দিবস পালিত। মঙ্গলবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে সহকারী কমিশনার(ভূমি) আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। আরও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনর্চাজ বুলবুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও গোবিন্দগঞ্জ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, জেএসডির সভাপতি আইযুব হোসেন, ইসলামী আন্দোলন গোবিন্দগঞ্জ শাখার সভাপতি আকরাম হোসাইন,সহসভাপতি আনোয়ার হোসেন,ইসলামী যুব আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম,বিএসসি ইন ম্যাথমেন্টিক্স সাইদ আহসান,বাংলাদেশ জামায়াতে গোবিন্দগঞ্জ উপজেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল হান্নান সরকার, গোবিন্দগঞ্জ  পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম প্রমুখ। 

যাযাদি/ এসএম