থানচিতে গণহত্যা ও নিহতদের স্মৃতিচারণ অনুষ্ঠিত

প্রকাশ | ২৫ মার্চ ২০২৫, ১৫:১৯

থানচি (বান্দরবান) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বান্দরবানের থানচি উপজেলার নিহতদের স্মৃতিচারণ ও একাত্তর এর  গনহত্যা দিবস- যথাযথ মর্যাদায় নিহতদের গভীর শ্রদ্ধা সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে  উপজেলা প্রশাসনের আয়োজনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের  কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ - আল- ফয়সাল । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: শরীফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মসফিকুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমির উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

একাত্তর গনহত্যা নিহতদের স্মৃতিচারনের আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাকিস্তান হানাদার বাহিনীর বর্বর আচরণের প্রতি নিন্দা জ্ঞাপন করেন। বর্তমান প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর সরকারের পাশাপাশি সকলকে ভুমিকা রাখার জন্য আহবান জানানো হয়।

যাযাদি/ এসএম