কোম্পানীগঞ্জে গণহত্যা দিবস পালিত
প্রকাশ | ২৫ মার্চ ২০২৫, ১৭:৩৬

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ,প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় চরফকিরা ১৬ নং স্লুইজগেট এলাকায় মুক্তিযোদ্ধাদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, কোম্পানীগঞ্জ বীর মুক্তিযোদ্ধা তরুণ তপন চক্রবর্তী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার প্রমূখ।
যাযাদি/ এম