পরশুরামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ | ২৫ মার্চ ২০২৫, ১৯:২৮

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফেনীর পরশুরামে অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

রবিবার (২৩ মার্চ) দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৌরসভার দক্ষিণ কোলাপাড়া থেকে অবৈধ মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এছাড়া খন্ডল বাজারে পাশে মাটিকাটার অভিযোগে একটি ভেকু জব্দ করা হয়।
পরদিন সোমবার (২৪ মার্চ) বিকালে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে ভেকু ও ড্রাম ট্রাকের মালিক দক্ষিণ টেটেশ্বর গ্রামের আবুল কালামকে দুই লাখ টাকা ও বেড়াবাড়িয়া গ্রামের কফিল উদ্দিনকে দেড় লাখ টাকা টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুর রহমান।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
যাযাদি/ এমএস