পীরগঞ্জে ৪৯৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ | ২৬ মার্চ ২০২৫, ১৬:৫৪

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
যায়যায়দিন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ ৩ মদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার (২৫মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার দস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, দানাজপুর গ্রামের হাসমত আলীর ছেলে হাসিনুর রহমান, দস্তমপুর মধ্যপাড়ার সুরুজ আলীর ছেলে মোঃ মার্তুল ও  হিরালাল -এর ছেলে রতন শর্মা।

পীরগঞ্জ থানা সুত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার চৌরঙ্গী বাজার- ফকিরগঞ্জ পাকা সড়কে দস্তমপুর গ্রামের বগদুর চৌধুরীর ধান খেতে পাশে^ ঐ তিন মাদক ব্যবসায়ী মাদক বেচা কেনা করছে এমন  গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-১৩ দিনাজপুর এর একটি টহল দল। 

এ সময় একটি মোটর সাইকেল সহ ৩ জনকে আটক করেন। এসময় তাদের হেফাজতে থাকা ৪৯৭ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ৬ হাজার ৯শ টাকা উদ্ধার করে র‌্যাব। পরে তাদেরকে পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়।  

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, র‌্যাবের সুবেদার ইউনুস আলী বাদী হয়ে ঐ ৩ জনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

যাযাদি/ এমএস