চান্দিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশ | ২৬ মার্চ ২০২৫, ২২:২৬

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬) মার্চ ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুরু করা হয়। 

পরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠন, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক, সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন। 

সকাল ৮টায় স্থানীয় চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদয়ালয় ও কলেজ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে একই মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা য় প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সংবর্ধনা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ফয়সাল আল নুর, চান্দিনা থানার অফিসার ইন চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম,উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর,উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফরহাদ আলম খান,পৌর নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ, পৌরসভা হিসাবরক্ষক মোঃ আবুল কালাম আজাদ মায়াসহ আরো অনেকেই।

যাযাদি/ এসএম