দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রকাশ | ২৬ মার্চ ২০২৫, ২২:৫৭

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

কুষ্টিয়ার দৌলতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালন করা হয়েছে। নানা আনুষ্ঠানিকতার মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করে দৌলতপুর উপজেলা প্রশাসন।। 

বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান প্রমুখ। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৬ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ অংশ গ্রহণ করেন। 

এ সময় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র‌্যালী ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

যাযাদি/এস