শিশুদের সাঁতার শেখাতে সুইমিং পুল করলেন পরশুরামের ইউএনও

প্রকাশ | ২৭ মার্চ ২০২৫, ১৩:৪১

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পাহাড়ি ঢলের পানির চাপে মুহুরি নদীর একাধিক স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে পরশুরাম উপজেলা প্রতিবছরই বন্যা কবলিত হয়। এতে ঘরবাড়ি, ফসলী জমি, রাস্তাঘাট পুলকালভার্টের ক্ষতিসহ ব্যাপক প্রাণহানীর ঘটনা ঘটে। বন্যায় সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা। পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে শিশুদের সাঁতার শেখানোর লক্ষ্যে দুই লাখ টাকা ব্যয় করে সুইমিং পুল নির্মাণ করেছেন ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

বুধবার (২৬ মার্চ) উপজেলা পরিষদে নির্মিত এ সুইমিং পুল উদ্বোধনের মধ্য দিয়ে শিশুদের সাঁতার শেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের সহধর্মিণী আফরোজা আক্তার ফিতা কেটে উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী শাহ আলম ভূঁইয়া। এ ছাড়া পরশুরাম পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আলিম 
 
ইউএনও আরিফুর রহমান বলেন, সাম্প্রতিককালের ফেনীর ভয়াবহ বন্যা সবারই মনে ভীষণ দাগ কেটেছে। এই উপজেলা পানিবন্ধি হয়ে সম্পুর্ন বিচ্ছিন্ন ছিল। ওই সময় শিশুরা সাতার না কাটায় সবচেয়ে বেশি বেকায়দায় ছিল।

ইউএনও বলেন, আমি পরশুরাম এসেছি বন্যার পর পরই। ত্রাণ বিতরণের প্রয়োজনে কয়েকটি স্কুলে যাই, শিশুদের সঙ্গে কথা বলি। বেশিরভাগ শিশুই জানায় এ বন্যায় তারা মারাত্মক ভয় পেয়েছিল। ভয়ের কারণ প্রথমত ভয়াবহ পানির আঘাত, দ্বিতীয়ত সাঁতার না জানা ৷ তখন আমি শিশুদের সাঁতার না জানার কারণ জানতে চাইলে তারা জানায়, পরশুরাম পৌরসভার বেশিরভাগ পুকুরই মজা পুকুর ৷ তাছাড়া সব সময় পানি থাকে এমন পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষের ফলে পানি শিশুদের ব্যবহার উপযোগী থাকে না। এসব পুকুরের পানিতে নামলে শরীর চুলকায়। তাই তাদের সাঁতার শেখার সুযোগ নেই। এ সময় শিশুরা সাঁতার শেখার সুযোগ করে দেয়ার জন্য আবদার করে।

ইউএনও বলেন, উপজেলায় কোনো শিশুপার্ক না থাকায় এখানকার শিশুদের বিনোদনের কোনো সুযোগ নেই। তাই তাদের বিনোদনের সুযোগ করে দেয়ার জন্যও আমার কাছে আবদার করে। বিনোদনের সুযোগ করে দেয়ার জন্যও বাচ্চারা অনুরোধ করে ৷ তাই উপজেলা পরিষদের পুকুরের চারপাশকে সংস্কার করার উদ্যোগ নিয়েছি। সম্পূর্ণ সংস্কার করে পুকুরের চারপাশ ঘিরে 'কিডস প্যারাডাইস' তৈরি হবে, সুইমিং পুলটি কিডস প্যারাডাইসের অংশ। উপজেলা পরিষদের অর্থায়নে এই সুইমিং পুল নির্মিত হয়েছে।
 
তিনি বলেন, এ সুইমিং পুল ১২ বছরের নীচে সকল শিশুর জন্য উন্মুক্ত থাকবে। সকল শিশুকে নিয়ে সুইমিং ক্লাব গঠন হবে, তাদের আইডি কার্ড থাকবে ৷ সাঁতার শেখার জন্য শিশুরা তাদের অভিভাবক নিয়ে আসবে ৷ তাছাড়া কিডস প্যারাডাইসে শিশুদের জন্য দোলনা, স্লাইড, মুভিং চেয়ারসহ নানা আয়োজন থাকবে।

যাযাদি/ এসএম