ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের ইফতার
প্রকাশ | ২৭ মার্চ ২০২৫, ১৬:০৪

শরীয়তপুর জেলার ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে ডামুড্যা মধ্য বাজারে ক্যাফে আকবর এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা সভাপতিত্বে পরিচালনা করেন ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক কালাম সরদার। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ সেলিম।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির সাবেক মেধাবী শিক্ষার্থী মোঃ বাইজিদ শিকদার, ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন এর উপদেষ্টা কসিটির সদস্য মোঃ মতিউর রহমান, ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন এর সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম খোকন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক আবু আলম, চ্যানেল এস এর সাংবাদিক সোহেল রানা, দৈনিক আমার সংবাদ এর সাংবাদিক আশিকুর রহমান হৃদয়, আজকের শরীয়তপুরের সম্পাদক টিএম গোলাম মোস্তফা, সাংবাদিক নাছির আহম্মেদ, সাংবাদিক ইয়ামিন কাদের নিলয়, তুষার সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা আত্মশুদ্ধির মাস, যা মানুষের ধৈর্য, সংযম ও সহমর্মিতা বাড়ায়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পথে থাকার আহ্বান জানান।
পরে ইফতারের আগ মুহুর্তে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ মাসুদ আলম।
যাযাদি/ এমএস