রামগতিতে জেএসডির উদ্যোগে ইফতার
প্রকাশ | ২৭ মার্চ ২০২৫, ২০:৪৯

১৯৭১ সালে পাকিস্তান থেকে মুক্ত হতে চেয়ে ছিলাম তার জন্য মুক্তি যুদ্ধ করতে হয়েছে আমাদের।এখন আমি বলেছিলাম হাসিনার পতন না দেখে যেন আল্লাহ আমার মৃত্যু না দেন, আজ আল্লাহ আমার সেই কথা কবুল করেছেন হয়তো। জুলাই ২০২৪ ছাত্র জনতার গনঅভ্যুথ্যানের হাজারো জীবনের বিনিময়ে স্বৈরাচার জালিম হাসিনার বিদায় হয়েছে। নতুন প্রজন্ম আন্দোলন করেছিল পরবর্তীতে সংস্কারের জন্য নির্বাচনের জন্য নয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে রামগতি উপজেলা জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি)র উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডির) র কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব। তার নিজ বাড়িতে উপজেলা জেএসডি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি রামগতি উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন।
এসময় ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসডির সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রব, রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আবদুল্লাহ, বড়খেরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরী শামীম উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, কমলনগর উপজেলার জেএসডির সভাপতি ও হাজিরহাট উপকুল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, গন অধিকার পরিষদের রামগতি উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ। রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আলেকজান্ডার কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু।
প্রধান অতিথি আসম আবদুর রব আরো বলেন বাংলাদেশকে রক্ষা করতে হলে এই মুহুর্তে একটি জাতীয় সরকার গঠন করতে হবে, কোন একক দল নয় সকল দলের ঐক্য মত্যের ভিত্তিতে তা হতে হবে। ড. মোহাম্মদ ইউনুস একজন নোবেল জয়ী এবং বড়ো মানের মানুষ এ ক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে। দেশের বিচার বিভাগ থেকে শুরু সকল বিভাগ ধ্বংস করে গেছে হাসিনা তার বাবার অর্থ লোভ ছিল না তার আমলে দেশের সব অর্থ লোপাট হয়েছে।
যাযাদি/ এমএস