ঈদ উপহার দিলেন এস এ জিন্নাহ কবির 

প্রকাশ | ২৯ মার্চ ২০২৫, ১৩:২৬

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

মানবতার ফেরিওয়ালা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  এস এ জিন্নাহ ক‌বির গ্রামগঞ্জে  অসহায়  তৃণমূল মানুষের মাঝে ঈদ উপহার  নিয়ে ছুটে বেড়াচ্ছেন। 

আজ ২৯ মার্চ  মানিকগঞ্জের দৌলতপুর-ঘিওর শিবালয়  উপজেলায়   দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ঈদ উপহার তৃণমূল মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন তি‌নি।

এস এ জিন্নাহ কবির সকাল থেকেই ঘিওর দৌলতপুর,শিবালয় এবং হরিরামপুর উপজেলার অসহায় দরিদ্র মানুষের কাছে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন। এছাড়াও অসহায় দরিদ্র বিএনপির কর্মীদের মাঝে ঈদ উপহার তুলে দিচ্ছেন।

তিনি প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষের কাছে  নিজ হাতে তুলে দিচ্ছেন ঈদ উপহার এবং তাদের কাছে দোয়া চাইছেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য।

এ সময় জেলা যুবদলের আহব্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি'র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক আসিফ ইকবাল রনি,জেলা যুবদলের নেতা শরিফুল ইসলাম চান, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ,  সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, সহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

প্রতিটি উপজেলায় ২০০০ লুঙ্গি এবং শাড়ি , চারটি উপজেলায় ৮০০০০ লুঙ্গি ও শাড়ী  বিতরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

যাযাদি/ এস