ভেড়ামারায় অসহায় ও দুঃস্থদের মাঝে গরু বিতরণ

প্রকাশ | ২৯ মার্চ ২০২৫, ১৬:৩৬

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
যায়যায়দিন

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের জিকে ভিআইপি কলোনী এলাকায় শামসুদ্দিন-মাহমুদা ট্রাস্ট-এর উদ্যোগে শনিবার (২৯ মার্চ) দুপুরে অসহায় ও দরিদ্র ২জনের মাঝে গরু বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের চেয়ারপার্সন ফেরদৌসী বেগম ডলি। 

বক্তব্য রাখেন. শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের উপদেষ্টা কৃষিবিদ আইয়ুব হোসেন খান, এস.পি মেহেদী হাসান সুমন, ভেড়ামারার উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের সহ-সভাপতি জাহেদ আহমেদ. কোষাধ্যক্ষ শাহেদ আহমেদ গামা. ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাবেক কমিশনার আতাউর রহমান নায়েব, আমিরুল ইসলাম. তৌহিদুল ইসলাম. শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের নেতৃবৃন্দসহ উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ। সবশেষে বক্তব্য রাখবেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভেড়ামারা আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইস্কেন্দার আলী । 

ভেড়ামারার ফারাকপুর এলাকার নাজির উদ্দিন নাজির ও মনিরুল ইসলাম মনি কে শামসুদ্দিন-মাহমুদা ট্রাস্ট-এর পক্ষ থেকে ২টি গরু প্রদান করা হয়।

যাযাদি/ এমএস