গোদাগাড়ীতে সাংবাদিক ও সাহিত্যিকদের সম্মানে জামায়াতের  ইফতার

প্রকাশ | ২৯ মার্চ ২০২৫, ১৯:২৭

গোদাগাড়ী (রাজশাহী)  প্রতিনিধি
যায়যায়দিন

রাজশাহীর গোদাগাড়ীতে সাংবাদিক ও সাহিত্যিকদের সম্মানে ইফতার মাহফিল রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে জামায়াতে ইসলাম গোদাগাড়ী পৌরসভা শাখা।

গোদাগাড়ী পৌর জামায়াতের আমির আলহাজ্ব আনারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের সহ- সেক্রেটারি  ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিক ও সাহিত্যিকদের ইসলাম, রাষ্ট্র, সমাজ ও মানবকল্যানে লেখার  আহ্বান জানান। 

এর আগে প্রধান অতিথি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক সাংবাদিকসাথে মতবিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন।

এসময় উপস্থিত ছিলেন,  গোদাগারী প্রেস ক্লাবের সভাপতি ও লেখক এবিএম কামারুজ্জামান বকুল, গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি একরামুল হক, গোদাগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, গোদাগাড়ী সাংবাদিক সংস্থার সভাপতি সেলিম সানোয়ার পলাশ, সাধারণ সম্পাদক জামিল আহমেদসহ উপজেলার বিভিন্ন লেখক, আবৃত্তি কারকসহ বিভিন্ন সূধিজন।


যাযাদি/ এমএস